মানুষ আমরা খুঁজি ঠিকই
কি খুঁজি?
কেন শান্তি খুঁজে পাই না?
অর্থটা অজানা।
জীবনবোধ চেতনা কিসে?
আগে জানি!
তারপর ন্যায় শান্তি খুঁজি
দেখি কোথায়?
শান্তির পথচলা না শিখেই
চলছি আমরা।
কেমন করে কেমনে ধরি
এ'ধরাতে শান্তি?
অনেকেই বলি মূর্খরা অন্ধ
শিক্ষিথরা কি?
চাকচিক্কতা নয়তো আলো
সুশিক্ষাই ঝলমল।
চলমান..