শোন এক শ্রেণীর মানুষ নাম শূন‍্য রোদন
জ্ঞান আলো পূরণ জানতে জান!
অর্জন কর সুন্দর মনন উন্নত কর মনটি
এমন জীবন আলোয় ভরা বিদ‍্যা।

সমতা দিবালোক উদ্ভাস রেটিনা বিদ‍্যার
অজ্ঞান অমনুষ‍্যত্বরা লাভ হয় কি?
জীবন চলমান ধারা উপভোগ চেতনারত
ওরাই লাভে ধন‍্যতা পায় অর্জনেই।

মানুষ কখনোই পূণ‍্যতা নিয়ে জন্মায় না
শুন‍্য দিয়েই শূরু হাটি হাটি পা পা!
অবুলা আলতো আলতো কথা শিখি হই
এ'সমাজ তটে মানুষ আমরা জন।

শূন‍্যকে নয় অবহেলা নয়তো অবজ্ঞা মন
আশা পূরণ স্বার্থকতা শূন‍্য অবদান।
হাজার ফুল একটিই জীবন কষ্টার্জিত জন
ভরা কলসী খালী হলে পূরণ কষ্ট।

খালী কলসী ভরতে শত কষ্ট শ্রম বিনিময়
সেই তো সুখ খুঁজে পায় এ'ধরায়।
যিনি শ্রম বিনা হয় লাভবান; জানে শূন‍্য কি?
শূন‍্য পূরণ মন জীবন ধন‍্য প্রাণটি।

এই দুনিয়া বড় নিষ্ঠুর ভবতট বসবাস মানুষ
আজ যার যা রয়; কাল তা স্বংশ্বয়।
আজিকের ধনী আগামী দিন ফকির 'এধরায়
শূন‍্যতা পূর্ণতা পায় সৎ কর্মগুণ ফল।

সম্ভব অসম্ভব হয় পরিচ্ছন্ন জীবনবোধ প্রাণ
আত্মার মহত্ত্বতা পেতে শূন‍্যে শুরু যেই!
সেই জনারাই সঠিক পথ পায় সকল সেরায়
অবহেলা নয়তো কোন শূন‍্য বল সেথা।
**************************
বাণী: সমাজেএমন সকল আপনজনা দেখতে পাই। যারা নিজ পরিবার তথা আপন জনদেরকেই শূন‍্যে ছূরে ফেলে দিতে দ্বিধাবোধ টুকুন পর্যপ্ত করে না। যা আপনে আপন জনা হতে একে অপর অকল‍্যাণ কর। তাই সভ‍্যতার বিকাশে শূন‍্যকে অবহেলা করাটাও বোকামী ছাড়া আর কিছুই নয়।