কেমন করে বলি পূর্ণ
শূন্য হয় যদি খালি!
জীবন নয়তো পরিপূর্ণ
এহকার-পরকালের।
মানুষ এমন এক জাতি
সভ্যতা রাখাই দায়।
কেমন করে চলি এ'ধরা
হাজার রকম সমস্যা।
এই ভাল এই মন্দ চলা
ভাবনা স্থির হয় না।
কোথায় যেন পরাজয় ঐ'
দিক ঠিকানা এ'ধরা?
বিধাতা কোথা সুখ দেন
কিসের ভরসা দেখা?
পার্থিব ভাবনা কত কথা
শূন্যতাই বেশি দেখা।
পূর্ণ রূপ চাই; তবুও কি
পূর্ণতা মেলে এ'কাল?
মানুষ এমন এক জাতির
প্রাণী একজন শত্রুতা
মনোভাব অপর ভাল কে
দেয় যে বদনাম রটায়ে।
দিবে না ভাল থাকতে ঐ'
পশুমন অসভ্যতা ভরা।
কোথায় পূর্ণত্য বলি এ'ধরা
ভাল আর মন্দ সব এক।
এমন করেই ধ্বংস পূর্ণতার
শূন্য হচ্ছে না পূর্ণ অসভ্যে।
হে আল্লাহ্ শূন্যকেই কর পূর্ণ
দেও বিবেক সূবুদ্ধির মানুষ।
একে অপরকে নয় ক্ষতি।
বিবেক তারণা থাকা চাই সদা
পরকে ক্ষতিতে নেই সুখ।
তবুও কেন করে থাকে ঐ'রকম
অপকর্ম এহকাল পরকাল..
ক্ষতিতে কতই না দেখা এ'ধরা
কেন কামনা করে মানুষ?
শূন্য জীবন ভাবনায় মজা করে
তাই তো মাধুষ অপূর্ণের।
সুখের পরশ পাচ্ছে না এ'জগৎ
হা হা কা র জী ব ন ত ট।
শূন্য আর শূন্য আজীবন শূন্যেই
পথ হারা দিক হারা কুকর্ম।
নিজেও শূন্য অপরকেও শূন্যভাব
সব মিলায়েই অপূর্ণ মানব।