নামটি বেশ অপূর্ব দেখতে ভারী সুন্দর
অনেক পথ পেরিয়ে দেখা সুন্দর বন।
বিশাল বনায়ন অঞ্চল সবুজ গৃহায়নটি
অল্প সময় ঘুরে দেখা মন মাধূর্য ভরা।
বাস্তবতা বড়ই অনন্য মুগ্ধকর চেতনা
দীপ্তমান উদ্ভাসিত আপ্লুত শোভা ভরা।
গেছি ছুটে ঢাকা মূখী হতে মংলাবন্দর
ক'জন সম্মানিত কবি ও বন্ধু সাথী ভাই।
বনায়নের সুউচ্চ-ওয়াজ টাওয়ার হতে
দেখা দূর-বহুদূর-বনায়ন-শোভা ভরা।
অনন্য সুন্দর নাম করা গেওয়া-গরান-
কেওড়া-পশুর-ধন্দুল-বাইন-এ'ধরণের।
প্রধান উদ্ভিদ হেন্দাল, খুলনা ও বাগের
হাট জেলার অধিকাংশ দক্ষিণাঞ্চল হয়
লবণাত্নক এছাড়াও সবখালের পাড়ে
ঘনভাবে জন্মে নিপাপান বা গোলপাতা।
সুন্দর বনের মূখ্য জাতির উদ্ভিত সুন্দরী।
তিনশত চৌত্রিশ প্রজাতির উদ্ভিদ রয়
সতেরটি ফার্ণ জাতীয় সাতাশীটি এক
-বীজ পত্রী। দইশত ত্রিশটি দ্বিবীজপত্রী,
এছাড়াও রয় পঁয়ত্রিটি শিম গর্ত্রীয়, উন-
ত্রিশটি ত্রিণ জাতীয়, ঊনিশটি হোল্গা
জাতীয় এবং আঠারোটি সিজ জাতীয়।
প্রায় পঞ্চাশ প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিত
প্রজাতির মধ্যে কেবল সুন্দর বনটিতে
পঁয়ত্রিশটি প্রজাতি। সুন্দর বনের ম্যান-
গ্রোভ। মন মাধূর্য নয়ন অপূর্ব সুখদেখা।
ভ্রমণ অনুপ্রেরণা যোগায় মানুষ সভ্যতা
সত্যই প্রকৃতির এক লীলা ভূমি অনন্য।
××××××××××××××××××××
বাণী: কোন সৌন্দর্য উপভোগ করতে হলে প্রয়োজন প্রকৃত জ্ঞানার্জন। আর সেই ভ্রমণ সুখ বিলাসই এক অনন্য। অন্যথায় জীবন মন মাধূর্য চেতনা চাওয়া অহেতুক ছাড়া আর কিছুই নয়।