সুন্দর কাকে বলে; অজানাই রয়
সকলেই সুন্দর পূঁজারী-পূঁজারণী।
আমরা মানব জাতিরা বলে থাকি
অমক-অমক-মেয়ে-ছেলে সুন্দর!
তুলনা হয় কি অন্যের সহিত জানি?
একই মুখ তারই নিকট পছন্দ ত্রুটি'
বদনামের সীমা ছাড়া সুন্দার্য অম্লান
এই হল মানুষ নিজস্ব পছন্দের কথা।
শুধুই একক স্বার্থের নেশায় চলমান
এমন ধারার মানুষ সমাজ বুকটিতে।
এরই মধ্যে চলে আসছি যথার্থতায়
ধর্ম নিরপ্রেক্ষতা কোথায় সেই মনুষ্য?
মুখেই বলি; বলে থাকি' মঙ্গল কথা
অন্তর কি সত্যটা কি বলে অজানা?
না; না; না; অন্তর অজানা থাকে না
তবু মিথ্যা অবস্বাদ নিয়ে জীবনমান।
মনের সুন্দর; জ্ঞানের সুন্দর; সম্মান
বোধ সৌন্দার্য; আদব সৌন্দার্য; সব
যেন সুশিক্ষা ভরা ধর্মীয় চেতনাবোধ
যেথায় যা সেথায় তা যথাথ প্রয়োগ!
মানুষ মানবতা সত্য ন্যায় পরায়ন সে
যেমন শিক্ষায় সুশিক্ষিত আদব-কায়দা
সভ্যতা সমাজ; দেশ দশ অনন্য শোভা
সুন্দর তো তারাই ওরা বুঝমান সভ্যতা।
***********************
বাণী: সুন্দর বলতে তেমন কিছুই নেই। মানুষ যা বলে প্রায়ই মিথ্যা বলে। আর তাই নিয়েই সুখ-দুঃখ-শান্তি-অশান্তি-প্রকাশে কোন মতন জীবন-যাপন মাত্র। তাই মানুষ আমরা প্রকৃত সুন্দর ও সৌন্দার্যের পার্থক্য মর্যাদা খুঁজে ফেরা অধরাই থেকে যাচ্ছে।