প্রথমত শুকুরিয়া আদায় করছি এক আল্লাহর প্রতি
দ্বিতীয়ত শুকুরিয়া আদায় করছি পিতা-মাতার প্রতি
যাদেরই মাধ্যমে দেখা এই দুনিয়ার সুন্দর ভূবণটি
হে আল্লাহ্ তোমার এক মাত্র রহমত প্রতি বিশ্বাস।
আমি মুগ্ধ অভিভূত তুমি এনেছো আমায় এ'ধরায়
সেই ছোট্টবেলা হতে আজ বয়ঃসন্ধিক্ষণ সব দেখা
দেখে আসছি অনন্য সুন্দর চমৎকার অপরূপ শোভা
কৃতজ্ঞতা প্রকাশ তোমায় প্রতি চিরদিন হে আল্লাহ্।
জীবন চলার পথ কোন ভুল করে থাকলে ক্ষমাকর
এতো সুন্দর দুনিয়াতে এনেছো আমায় সেই সমস্ত
ধ্যান-ধারণা-বিদ্যতা-জ্ঞান-দয়া-দান-অর্জন-অনন্য
জীবন ধারার রচনা শিক্ষা গুণ আড়াধনা তোমাপ্রতি।
চির-সুখী মুক্তমন চমৎকার সু-উচ্চমান চলন ভরসা
একমাত্র তোমার ডাকেই তৃপ্তি সুগন্ধি শোভা ছড়ানো
সমস্ত অপরূপেরই অসাধারণ অনুপ্রেরণা পেয়ে থাকি
কেবলমাত্র তোমারই নিকট শুকুরিয়া আদায় সর্বত্রো।
******************************
বাণী: চলমান...