সুখ ঠিকানায় খুঁজে ফিরি দিনি রাত
কোথায় সুখের ঠিকানা এ'ধরা?
এমন করেই চলছি মানুষ মানুষেরাই
শুধু সুখের তরি তল্লাশীতে মরি!
প্রকৃত সুখি কিসে সেই কথাটি ক'জন
আমরা মানুরা জানি; জানি কি?
চল চল চল নারী-পুরূষেরা চল যাই
সুখ কোথা সেই চেতনা ভাবনা!
সুখ হয় পাথিব এক অসাধারণ তৃপ্তি
অল্পে তুষ্টি ভালোবাসা মনটি।
এমন করেই ভাবনা যারাই ভাবে ঐ'
সেই সকল মানুষেরাই সুখি।
নিজস্ব জীবনবোধ ঊষার আলো জ্বলে
নিভূ নিভূ প্রদীপ শিখা প্রজ্জ্বলিত!
যারাই করবে জয়; সেই তারাই জয়ী
সুখ ঠিকানায় ঠাঁই বিধাতার দান।
**********************
বাণী: ঐ'লোকেরাই সুখ ঠিকানায় বসবাস করে থাকবে। যে সকল লোকেরা কখনো মানুষ হয়ে অপর মানুষের সাথে প্রতারণার স্বীকার নন। যারন্যায়, অনুতপ্তও নয়। আর সেই মানুষেরাই সুখ ঠিকানায় সুখি জীবন যাপন করে থাকে। আর তারাই সুখি মানুষ।