সুযোগ সব সময় আসে না
বয়স বলে কথা!
সময়ের এক ঘা কথায় রয়
অসময়ের দশ ঘা।

হতে চায়কি কর্ভ সমাধান?
তাই তো গুণি কথা!
রহে সমাজ তরে এ'দুনিয়া
সুযোগ বার বার নয়!

বয়সটি এখন পড়া-লেখার
শিক্ষার্জন করতে হবে।
শিক্ষা ছাড়া মানুষেরা অন্ধ
শিক্ষা ব‍্যতিত জ্ঞানী..

অজ্ঞতারই সামিল ওরা বোকা
মন বেশ বলে চালাক।
প্রকৃতই অন্ধ চোখ থাকা দায়
শিক্ষা সুশিক্ষা অর্জনে।

মানুষ মানবতা এক অনন‍্যরা
দেখা দেয় জীবন ক্ষণ।
সুন্দর কর্ম চলমান ধরা সুখ
পরিবার পরিজন পূর্ণ।

সুযোগ কথা উত্তম কর্মফল
সময় বুঝেই ধরা।
সময়ের সদ্ ব‍্যবহার জানা
কখনো নষ্ট নয় সময়।

জেনে রাখো তোমরা প্রজন্মরা
জীবন তোমার নিজস্ব।
ভোগ করতে চায় অনেক জনা
যদি করো অর্জন তবে!

দেখতে পাবে কতটাই সুখের
দেখা সুযোগ কাজকর্ম।
কর্মময় জীবনে পাবে সভ‍্যতা
সুযোগ ব‍্যবহার কথা।
*************
বাণী; কথায় আছে, সুযোগ বার বার মানব জীবনে আসে না। প্রকৃত পক্ষে সময়ের কাজ সময়ে না করতে পারলে। সেই কাজ আর দেখা দিলেও কার্যকর হতে অদেখা স্নপ্নবাজ ছাড়া কিছুই নয়।