আমি সিঁদুরের অর্থ বুঝি না
বুঝতে পারি না কেন সিঁদুর!
খেলায় মাতোয়ারা প্রতিবেশী
আমার প্রিয় হিন্দু ধর্ম মনুষ‍্য।

ওরা প্রতিবেশীরা ধর্ম সমাজ
সনাতন বহু ভগবান সেবক।
শিবপূজা ব্রত:সিঁদুর সিঁতায়
এমন আনন্দ অনুপ্রেরণামন।

আত্ম:শুদ্ধিতা জাগ্রত জাতি
একজন যৌবনা নারী-পুরূষ!
মিলন মেলায় মিলিত দেখা
শোভা ছড়ায় সংসার ধর্মে।

আসে ফাগুন ধারার আষাঢে
বৈশাখ যেমন গাছে ফলদেয়
শিশু কিশোর যৌবনা বৃদ্ধরা
স্বাদে তৃপ্তি প্রেরণা সুরুচির।

দু'টি প্রাণ একটি মন বাসনা
সুখ-শান্তি বিজরিত বিলাস!
কে রয় না প্রেমিক সকলরা
সবাই একটি আপন ঘরচায়।

জীবন নামক আলোর ছোঁয়া
ফুল ফুঁটাবে বাসনা খেলায়..
সিঁদু একস্বাক্ষী রাজসোপান
অনেক প্রতীক্ষিত নারী সুখ!

সিঁদুরের ছোঁয়া স্বামী অস্তিত্ব
সমাজ অনুশাসন স্বীকৃতির।
কতটা আনন্দ কত অনুষ্ঠান
খুঁশির জোয়ার সিঁদু খেলায়।

দেবতা খুঁশি সীব পূঁজা মন্ডুব
নতুন বউ খুঁশি সিঁদু ছোঁয়ায়!
প্রতিদিন সকাল সন্ধ‍্যা যেন
আলোক রশ্মী ফুল ঝুড়ির।
*****************
বাণী: অস্তিত্ব ছাড়া কোন মানুষের জন্ম হতে পারে না। তাই হিন্দু সমাজে বিবাহের প্রধান শর্তই হয় কন‍্যার সীতায় সিঁদুর পড়ানো। সেই জন‍্যেই তো সিঁদুর খেলা ও মূল‍্যবোধ অনন‍্য।