আজ আবার মনে পড়লো মা'জনীর কথা
বয়স তখন আমার সাত-আট।
হঠাৎ পেটে ব‍্যাথা ওঠে জীবন যায় যায়
মা'জনী অস্থির সন্তান মনটিতে।

কোথায় নিবে কী করবে ডাক্তার ডাকে
নেয় ঔষুধ তাতেও নয় নিরাময়!
নিয়ে কবিরাজ বাড়ি যেখান শোনে তথ‍্য
সেথায় ছুটে চলে সাথে নিয়ে মা।

মায়ের মন অস্তির বিচলিত ভাবনাভরা
কিসের সন্তানের ব‍্যাথ‍্ানিরাময়?
দেখে ছিলাম মা'জনীর মুখখানী মলিন
মুখে ভাষা বের হতে ভীষণ কষ্ঠ।

কি করে কেমনে আরোগ‍্য লাভ পাবে
সন্তান তাঁর এমন করেই ব‍্যস্ততা!
মা-সন্তান কোথায় কোথায় ছুটে চলা
অমক জায়গার তমকের ঠিকানায়।

ডাক্তার কবিরাজ সর্বোস্তর যাতায়াত
মমতাময়ী মা কান্না কান্না কন্ঠটি!
আমার ছেলেটির এমন পেটে-বেদনা
হে মহান আল্লাহ্ দাও না নিরাময়।

সেই না আমি ছোট্ট সোনামনি বুঝেছি
সত‍্যই মায়ের মন আর সন্তানেরা।
সন্তান অসুস্থ‍্য হলে মনে হয় মাই অসুস্থ‍্য
সেই মন মা তুলনা হয় কি অন‍্যের?

যখনই আমার পেট বেদনা উপশম হয়
মা যেন পরম সুখ অনুভব করেন।
হায়'রে মায়ের মন কথা নারী কাঁটা ধন
অতুলনীয় নিরাপদ সন্তান আশ্রয়।
**********************
বাণী: মা এমনই এক আস্তার আশ্রয় সন্তান আবাস। সন্তানের কষ্ট মানে মায়ের দিশেহারা জীবন মন প্রাণ। তাই মায়ের প্রতি সুদৃষ্টি দেওয়া প্রতিটি সন্তানের ফরজ। মায়েরা কষ্টে থাক কোন সন্তান হতে কাম‍্য নয়।