আমরা পরিচয় বহণ করি সারা শরীর খানা
বলি কথা-বার্তা মন প্রাণ জোর আত্মা চরণ।
সুউচ্চমান জনতা দরবার কতকথা ঝুঁলিমন
অপূর্ব ভাবনা মানুষ রচনা মানবতা কথাবলি।

শোন মানুষ সকল আমরা অনন‍্য সভ‍্যতা চাই
সুন্দর মন সুন্দর বলা বলি যদি চমৎকার চল।
মানুষ নাম করণ প্রকাশ সহজ ভাষায় জানি
আসল কথা মানুষ হওয়া সহজ হয় কি বলি?

মানুষ হয়ে কেন করি অসভ‍্যতা মানুষ সকল
সেই মানূষ আবার মানুষ হয় কেমন এ’ধরা?
শূন‍্য গোয়াল গরু পালন যেমন মিছা ভাবনা
সেই মন মানুষ না হলে ঐ’শূন‍্য গোয়াল গরু!

তবে কি মানুষ; মানুষ না হয়ে হতে চায় সভ‍্য
সেই সভ‍্যতার বিকাশ লাভ হয় কি মানুষরা।
প্রকৃতি যেমন একটি নিয়মে দেয় অনূপ্রেরণা
মানুষ কি সেই নিয়ম দেখে শেখা রয় এ’ধরা?

শোন’রে শোন! মানুষ চলো চলি এক সাথে
চমৎকার ভাবনা মন আর হ্নদয় মধ‍্য বন্ধন।
পবিত্রতা রক্ষা সর্বোক্ষণ জ্ঞান লব্দ ভাবনা
মানুষ মানুষ চন্দ্র নক্ষত্র স্বভাব ছড়ায় শোন।

কোথায় পাবে রয় মহানুভবতা মানুষ শোন
একে অপর কল‍্যাণ কামনা সেই না তারাই!
মানুষ নাম দীপ্তমান সৌহার্দ ভরা মানুষ মন
হবে না কোন হিংসা বিদ্দেশ প্রতিরূপ শোন!
**************************
বাণী: চলমান