শোন শিশুরা শোন কিশোররা এই দেশ বৈদেশ সন্তানরা
তোমরা শিক্ষার্জন করো সুশিক্ষিত হও।
সেই শিক্ষা অর্জন করো যে শিক্ষা গ্রহণ মানবতা শেখায়
নিজে মানুষের মত মানুষ চেতনা প্রাণ।

জাগবে জাগাবে সকল তরে এ'ধরা বুক সুন্দর ধরণীতে
দেখা পাবে অসাধারণ সমাজ পরিবেশ।
জাতিতে জাতিতে হবে সুসম্পর্ক সৌহাদ‍‍্য পূর্ণতা পাবে।
এক দেশ আরেক দেশ বন্ধু বন্ধন আবদ্ধ।

এতো শিক্ষা অর্জন করেছো করেছি কোথাও সংঘাত নেই
পাইনি কোন কুশিক্ষা শতশত অধ‍্যায় পাঠ।
যত চ‍্যাপ্টার ততো রয় অপূর্ব জীবন মান উন্নত জ্ঞানার্জন
বরং রয় সংঘাত বর্জন সুখ নয়তো সংঘাত।

তোমরা শিক্ষার্জন করেছো; করছো প্রজন্মরা! দেখ ন‍্যায়
অন‍্যায় কোথায় দেখ শেখো; তবে কেমনে'
মানুষ হয়ে করছে খেলা মানুষেরই সাথে অবলীলায় মন
কেন যুদ্ধ করে করছে সর্বশান্ত অর্থ সম্পদ?

যেখানে মানুষ জীবিকা নির্বাহেই হিমসিম সেখান সংঘাত
কেন এই শিক্ষাই কি মানুষরা গ্রহণ করেছি?
যুদ্ধের কথা শুনেছি ও জেনেওছি যা কখনোই কল‍্যাণ নয়
অক‍ল‍্যাণ কর্ম কেন করছে ওরা একে অপর?

ইসরাইল VS হামাস করো যুদ্ধ বিরতি; এসো বন্ধুর বন্ধন
ছয়াতল অগ্লিশিক্ষার্জন করো মানবতা রচনা।
আজ হয়তো কেউ জিতে যাবে; আগামীতে হারবে তখনই
বুঝবে কি ভুল করেছিলে অতীত ইতিহাস কয়।

ঐ'পাকিস্তান স্বীকার করে ভুল করে ছিল পূর্ব বাংলার সাথে
তখন আফসোসেও শেষ হবে না বন্ধুগণ!
তাই তো বলি জাতি ভেদাভেদ নয় কোন ধর্ম ভেদাভেদ নয়
গড়ে তোল মন মানসিকতা সুন্দর জীবন।

বিনা কারণে অর্থ অপচয় নয়; যে দেশে রয় সম্পদ সে' দেশ
আমাদের একে অপর সম্পৃক্ত কর্মসংস্থান।
সহযোগিতা পাবে সুসম্পর্ক বিনিময় একে অপর দেশ কল‍্যাণ
যা কখনোই যুদ্ধ করেও অর্জন সম্ভব নয়।
************************
বাণী: যুদ্ধের দিন শেষ; যুদ্ধ কখনোই মানুষ তথা কোন দেশেরই কল‍্যাণ বয়ে আনে না। সারা বিশ্বে কোটি কোটি মানুষ অসহায় অনাহারে আবাসন খাদ‍্যাভাব পোশাক চিকিৎসা শিক্ষার অর্থযোগান অভাবে অসহায় জীবন যাপন করছে। আর সেই জায়গায় দেশ VS দেশ কারাকাড়ি করে অহেতুক যূদ্ধ। যা কখনোই কাম‍্য নয়। আর মানুষ হিসাবে সেই শিক্ষাই অর্জনের মধ‍্য দিয়ে রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করা। তবেই প্রকৃত যোগ‍্য রাষ্ট্রনায়ক। অন‍্যথায় বরবর জাতি রাষ্ট্র নামমাত্র পরিচালনা ছাড়া আর কিছুই নয়।