ছন্দ কবিতা পছন্দনীয়
সকল পাঠক-পাঠিকা।
ছন্দের কবিতা লিখবো
চাই লিখতে একান্তই!

সময় একেবারেই নাই
কবিতা লিখতে ছন্দের।
তাই তারাহুরাতে লেখা
জীবনবোধ মানবতাবাদী
সমাজ চিত্তেরই কবিতা।

অনেকেই কহে কবিতায়
ছন্দের অভাব তালমিল।
কম। এটা কবিতা হতে
পারে না। ছন্দ ছাড়া কি
কবিতা হয়? আমি বলি
আমি যে ছন্দের কবিতা
লেখি'না প্রিয় কবিগণ!

পাঠক-পাঠিকারা শুনুন
জানুন কেন লেখি'না!
সুর আমার মনেতে নাই
জীবন চলার ছিল না..
সহজ কিন্তু মনটি ছিল
অত‍্যান্ত সরল মনা হ্নদ!

ভাল লাগা ছিল নিজপ্রতি
ছিল মানবতা জীবনবোধ।
কেমন করে জীবন গড়া
চাই! এ'ধরণী শুন‍্যহাতে!
সেই দীক্ষায় জাগ্রত করি
অবহেলা নয়'তো কভু!

মানুষ মানুষ হতে সেই
দীক্ষায় রচনা করি কাব‍্য।
মানুষ হতে ছন্দ লাগে না
লাগে স্বপ্ন পূরণ কঠোর..
পরিশ্রম। ঐ'রকম কর্মফল
কামনায় উৎসাহ দিতেই!

সময় পেলেই দু'চার লাইন
লিখে থাকি গদ‍্য কবিতা।
কত জন কত ছন্দ জানে
দেখি আসছি ছন্দ কবিতা!
পড়েছি জেনেছি ভাল তো
বেশ ভাল লাগে মনটিতে।

তবে ছন্দ জানলেই সুখি
সুখ জীবনবোধ পেয়েছে!
সেই মানুষ খুব কম দেখা
জীবন গড়তে জীবনবোধ!
মানবতাবাদী কাব‍্য পাঠে
অনুপ্রাণিত হয়ে বিরহের..
জীবন ছুঁড়ে ফেলে হয়েছে
সুস্থ-সবল অনন‍্য সু'মানুষ।

ছন্দ কবিতা আমি লেখি'না।
জীবন মানব মন সরল পথ
পেতেই যোগ সূত্র অনুযোগ
অনুপ্রেরণা যোগাতে মনুষ‍্যত্ব।
*****************
বাণী: চলমান..