সোনা মনি
সোনা বাবু
লক্ষী মনিটি
চাঁদের কোণা।
ভোর হয়েছে
ঐ'আযান হচ্ছে।
শুনতে পাচ্ছো
জেগে ওঠো।।
হাত-মুখ-ধৌঁত-কর
দেখবে কত ভালো লাগবে!
দাঁত ব্রাশ করবে
নাও না ব্রাশ পেষ্ট।।
ঝক ঝকে দাঁত
সুন্দর হাসি।
শিশুর সুন্দর মুখ হাসি
মুগ্ধ পিতা-মাতা-সকল।
এমন করেই শিশুদের
দিতে হয় শিক্ষা।
আদর্শ শিশু শিক্ষা
অতুলনীয় এ'ধরণী।
মুক্তি ও মুক্ত খুঁশি পরিবার
পিতা-মাতা-আত্মীয়।
শিশুর ভূবণ একান্তই আপন
শিশুরাই পৃথিবীর গর্ব।
**************
বাণী: শিশুরাই আগামী দিন ভবিষ্যৎ। তাই শিশুদের শিশুকাল হতেই আদর্শ শিক্ষার আবাস গড়ে তোলা আদর্শবান মানুষদের সুন্দর আবাসন পরিকল্পনা ও বাস্তবায় আবশ্যক।