জীবন গল্প অনেক লেখা রয় এ'ধরণী চলাচল
সব গল্পই সব সময় গল্প হয় না।
প্রতিটি মানুষ এক এক রকম চিন্তা-ভাবনা হয়
তার পরও মানুষ সকল একতাবদ্ধ।
সমাজ একটি অনন্য বিকাশমান জীবন ধারায়
চলমান সামাজিক আচার-কালচার।
সমাজ মানব জীবনই সামাজিক শিষ্ঠাচার শিক্ষা
জবাব দিহিতা ভয় সংশয় সভ্যতায়।
সুন্দর চিন্তা চেতনা মূলভাবনার অসাধারণ মুক্তি
সমাজ আছে বলেই মানুষ সামাজিক।
মানুষ প্রয়োজনেই সমাজ তৈরি নিরাপত্তা ব্যবস্থা
দায়বদ্ধতা সুখ-দুঃখ একে অপর কথা।
জীবনের প্রতিটি মূহুর্ত অনুপ্রেরণা জাগে সমাজ
সামাজিক যতই হবে উন্নত মানুষ দ্বারা।
আমরা করবো জয় এ'ধরণী ধরাধম সুশিক্ষায়
প্রতিযোগিতা শিশুর মন কিশোর শিক্ষা।
লেখাপড়া খেলাধূলা বিবাহ-শাদী বিনোদন সব
সামাজিক কালচার আয়োজন যোগান।
এ'যেন এক অতিচমৎকার সমাজ ও সমাজ মনুষ্য
উত্তম শিক্ষা দক্ষতা শিষ্ঠাচার বিজয়াত্তম!
সমাজ হতেই শিক্ষা পেয়ে শিশুরা আদর্শতা অর্জন
শিশুরাই দেয় মন-প্রাণ-সুখ-পিতা-মাতা।
শিশু সমাজ যখন উন্নত জীবন প্রত্যাশায় প্রতিযোগী
পড়ালেখা শেখায় প্রাণ-চাঞ্চল্য চালচলন!
ঘরে ঘরে প্রতিবেশী শিশুরা সকল একত্রে হৈ হুল্লর
কে বিজয় ছিনিয়ে আনবে সেই প্রতিযোগী।
মহল্লার মধ্যে ধুম পড়ে যায় প্রতিটি গার্ডিয়ান প্রতি
যত্ন সোহাগ সোনামনি মনোযোগী হও ঐ'
পড়ালেখা খেলাধূলা চিত্রাঙ্কন বিনোদন উত্তম কর্ম
সুশিক্ষার্জন সুমনটিতে আমরা করবো জয়।
*****************************
বাণী: উত্তম জীবনের সন্ধ্যানে সমাজ একটি বড়ই ভূমিকা পালন করে থাকে। সমাজ তৈরি হয়েছে বলেই মানুষ কমবেশী সামাজিক ও সামাজিক নিরাপত্তার আদলে সভ্যতার বজায় রক্ষা হচ্ছে। তা না হলে মানুষ আরো যা যাবর হয়ে নষ্ট হত। তাই সমাজের মানুষ যতই ভাল ও গুণি মানূষ তৈরি হবে। সমাজ ততোবেশী উন্নতি লাভে বিকশিত হবে। তাই উত্তম মানুষ গড়ে উঠার ক্ষেত্রে ভাল ও উত্তম সমাজের গুরূত্ব অত্যাধিক।