দেখো দেখো শুনেছি তাই জেনেছি
জানতে পারলাম দেশের শীর্ষদল!
দলবল দলনেতারা কত বড় নেতা
এমন নেতারা কতটাই দূনীতিবাজ!
সেই নীতিহীন আদর্শহীন আসভ্যে
নৈতিক অবক্ষয় লুটতরাজ নেতারা।
ওদের নাম শুনলে শরীর ঘৃণঘৃণাণী
লজ্জ্বায় মাথা হিট হয়ে যায় বলছি।
ঘৃণিত জাতির সর্বসেরা বঙ্গ কন্যা
কত আদর্শ কথা শোনায়েছে শুনি।
বলতে ব।ড়ই লজ্জ্বা হয় ও নিলজ্জ্ব
ওর মুখে ছিল না কোন লজ্জ্বা লেষ!
চলমান...