সৈনিক ভাবনা আমার মনটিতে দোলা দেয়
ঐ'সেই ছোট্ট বেলার বয়স তের হতেই।
আমি স্কুল পড়ুয়া ছাত্র জীবন থেকেই ইচ্ছা
আমি হব সৈনিক এ'দেশ মাতৃকার তরে।

সভ‍্যতার বিকাশ লাভে ধন‍্য হবে জীবনটি
আমি সৈনিক জাগ্রত মননশীল চেতনা।
আমার আমি'র মনমাঝে সব সময় জল্পনা
কল্পনা কখন বেড়ে উঠবে শরীর যোগ‍্য?

আর সেই না যোগ‍্য হব আমি সৈনিক মন
অস্থিরতা প্রাণ মনের মাঝে বহুকথা!
কাউকে যায় না বলা! আমি সৈনিক হতে
চাই, কথাটি বলি কেমনে বা কাকে।

একে তো যোগ‍্য হয়ে উঠিনি বয়স শরীর
তার পর আবার স্বপ্ন সৈনিক হব!
মনের মাঝে অনেক কথা অপ্রকাশ‍্য জ্ঞান
দিন যায়; রাত হয়; ভাবনা যায় না!

এরই মাঝে ছিলাম আমি প্রতিবাদী অন‍্যায়
দেখা দিলেই মনের মাঝে চাপ প্রয়োগ।
কেন মানুষ মানুষে অপরাধ করবে, কেন?
শরীরের মাঝে শিহরণ জাগতো ওরা কি?

ওরা কি আসলেই মানুষ না হায়া সর্বগ্রাসিরা
নিজ কল‍্যাণ যারা জানে তারা কি করে'
হয় বেয়াদব অন‍্যায় অপকর্ম হিংসা মানুষেই?
কেন এমন আচারণ মানব সভ‍্যতায়?

নানান রকম ক্লোহ বিবাদ- ফেসাবাদ দেখলে
প্রাণ মাঝে শিহরণ জাগ্রত হতো আমার।
তাই তো আমি সৈনিক হতে চেয়ে ছিলাম যেন
নির্মূল করতে পারি সৈনিক মন অপরাধ।
***************************
বাণী: আসলে সৈনিক জীবন আলাদা এক অতি সাধারণ কঠোর সামরিক প্রশিক্ষণ গ্রহণ রণাকৌশল শিবির। সেখানে ইচ্ছা করলেই একার সততা দ্বারা দেশ ও দশের কল‍্যাণ কামনা সম্ভব নয়। অনেক কিছুই অজানা সাধারণ জনতার সৈনিক জীবনের কল্প কর্ম ও ক‍্যান্ট। তাই সব ইচ্ছাই পূরণ করা যায় না একজন সৈনিক হলেও। তার মানে মানুষ ইচ্ছারও গোলাম।