কত স্বপ্নে আঁকা জীবন
এক দিন হবো সৈনিক!
দেশ রক্ষায় থাকবো ব্রত
জাত ধর্ম নির্বিশেষে।
দেশ মাতৃকার অনন্য জীবন
প্রতিটি পথচল পাবো মুগ্ধতা।
আমি এদেশের সন্তান গর্ব
অপূর্ব প্রশিক্ষণ সুঠাম দেহ।
যেখানে যাবে সেখানেই এক
চেতনার নাম আমি সৈনিক!
অজানাকে জানার ইচ্ছা বড়
তাই'তো সৈনিক ভাবনা আট।
চলমান.......