আমি হব সৈনিক প্রকাশিত হল
সৈনিক ভর্তি ময়দান!
যেন উচ্ছাস মনটি প্রতিফলিত
হবে তাই ছুটে চলতে।

জেলা কোটা মেনে ভর্তি হতে
হয় যোগ‍্যতা প্রমাণ‍্য।
বিধি বিধান নিয়ম শৃঙ্খলা রক্ষা
খুঁশি মন-প্রাণ উৎফুল্ল।
চলমান..