সৈনিক চেতনা যুবক দল ছাত্র সমাজ
ষোল বৎসর বয়সীরা।
হতে চাহে সৈনিক দেশ সার্বভৌমত্বে
দেশ রক্ষা বাহারী ড্রেস!

আকর্ষনীয় মনকাড়া চক্কর বক্কর রঙ
অতুলনীয় জীবন ভাবনা।
আমি হব সৈনিক দেশ দেশ জনতার
সেই আশা নিয়ে ছুটেচলা।

মন মানতে বেজার শুনতে চায় না যে
আমি হব সৈনিক এ'ধরা!
দম্ভে দম্ভি অন্তধাম অনুগামী অনুস্মরণ
চলরে চল সৈনিক দল মন।

অজানা অনেক জ্ঞানের অপূর্ণতা পেতেই
আমি হব সৈনিক এ'বাংলার।
তবেই গর্ববোধ জাগ্রত প্রাণ সুউচ্চে স্বর
সামরিক জোয়ান জ‍্যান্তারা।
***********************
বাণী: সৈনিক জীবন কামনা করা প্রতিটি নাগরিকের একান্ত চাওয়া হওয়া উচিৎ। যা জীবন কর্ম ফল পরিশুদ্ধতা লাভে ধন‍্য হতে পারা।