বয়স ষোল পদাপর্ণ মন বলেছিল কবে সৈনিক হব
এই বাংলা মায়ের দামাল সন্তান হতে?
আমি বেচারা খুবই বিচলিত জীবনবোধ অপূর্বরচনা।
অমর হয়ে থাকতেই ছিল সাধনা আমার।

সৈনিকের এমনই মিলানোটা সহজ নয় ভাবনা মাস
দিন রাত কত দেখেছি পেপার-পত্রিকা জব।
প্রকাশ পেয়েছিল কোন অধরায় এমন করেই জীবন
চঞ্চলামন উৎত্তাল পাল তোলা নৌকা সমূদ্রে।

যাবো আমি যাবো রে পাড়ি দিতে আমি হব সৈনিক
সেই চিন্তার রোষানল সর্বক্ষণ ক্ষুরে ক্ষুরে খেত।
সেই বেদনা বিঁদুরে প্রাণ মধ‍্যে অস্তির চেতনা সৈনিক
আমি হব সৈনিক এই ভাবনা যোগ‍্য হব কি তাই?

কত সংশ্বয় আপন মনটি প্রেরণা যোগাতে খুবই ভয়
তারপরও আমি আশা ছাড়িনি আমি হব সৈনিক!
এ'দেশ জনতা দেশ বরণ‍‍্য অতিসাধারণ সৈনিক মন
ষোল প্রথম মাস জল্পনা-কল্পনা সৈনিক হ্নদয়।
******************************
বাণী:
চলমান