তখন দেশে ছিল না অত্যাধুনিক প্রচার ব্যবস্থা
তথ্য প্রযুক্তির সয়লব!
ইন্টারনেট, ওয়্যাইফাই, ই-মেইল, হটসএ্যাপস্
মেসেঞ্জার, ফেইসবুক,
ইমো, ভয়েজ রেকডার প্রকাশ টেলিভিশনের
মতন ও রেডিও প্রচার!
যৌবন ডাক আমি হব সৈনিক সেই চেতনায়
ছুটে চলা জীবনবোধ।
আমি হব সৈনিক এ'সমাজ বাংলা সার্বভৌমত্ব
রক্ষায় ব্রত: একনিষ্ঠতা।
সময়ের সাথে একছত্রের মনুষ্য জীবন চাওয়া
প্রেরণা সৈনিক আশা পূর্ণ।
আমি হব সৈনিক দেশ রক্ষা আত্মনিয়োগ হ্নদ
আজ হবে কাল হবে সময়!
গদগদ করে কোথায় চলমান ধরে রাখা দায়
আমী হব সৈনিক ষোলোয়।
**************************
বাণী: মানব জীবন বলতেই কৌন অবস্থাতেই সহজ লব্দ নয়। মানুষ জীবন মানেই অর্থবহ। কঠোর পরিশ্রম বিনিময় অর্জনই হল সামান্যতম হলেও মানুষ সভ্যতা পায়। অন্যথায় অভাব নিয়েই ধীরে ধীরে পরপারে চলৈ যায়।