এই তো বয়স প্রায় ঘণিয়ে আসছে
সৈনিক জীবন লাভে প্রয়োজন!
বয়স, শারীরিক যোগ্যতা পরীক্ষা
উচ্চতা সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা।
সবই যেন এক অনন্যতা অজানা রয়
সৈনিক ভাবনা সন্তান এ'দেশ মায়ের।
অমিও মানুষ ছিল আমারও অজানা
আসলেই সৈনিক হওয়াটা সহজ নয়!
সকল মানুষের মাঝেই সৈনিক ভাবনা
জাগ্রত রয়েছে এই দুনিয়ার বুকে তাই
বলে কি সকলেই সৈনিক হতে পারে?
এতোটা সহজ হলে নিয়ম দরকার কি?
চলমান..