সৈনিক ভাবনা এগারোতে মনটিতে
দেখা দিতো কথা ভাবনা!
আজ ভাবতেই অবাক লাগে চাওয়া
সব আশাই কি সম্ভাব পূরণ?

চাই সৈনিক হতে আসলে কি সহজ
রয় বাস্তবতা সৈনিক জীবন।
হাজার ব‍্যস্ততার মাঝেও মন বলছিল
এক দিন সময়ই বলবে কথা।

আমি সেই দিনই হতে পারবো সৈনিক
দেখবো সুন্দর সাঁজ-পোশাক।
সৈনিক ভাবনা শুধু মনে দোলা দিলেই
সৈনিক হওয়া কি যায়?

না না না!!!
সৈনিক হতে চাইলেই হওয়া যায় না কি?
এ'ধরাতে সৈনিক জীবন চল।
সৈনিক হওয়া মোটেও সহজ নয় চাওয়ায়
কোন মাপকাঠিতে  হয় সৈনিক?

এ দেশ জনতায় সেই সকল সন্তানেরা হবে
সৈনিক সৈন‍্য দল ঊষার আলোক!
গর্বিত চেতনা প্রাপ্তি সেবা প্রাপ্তি অনন‍্য প্রাণ
অনেক আশার আলো ছড়ানো হ্নদয়।
**************************
বাণী: চলমান..