সৈনিক ভাবনা এই তো ধীরে ধীরে
পূরণে এগিয়ে আসছে।
বয়স চৌদ্দ জ্ঞানের আলো ছড়াতে
পরিপূর্ণ বয়স প্রয়োজন!

একজন সৈনিক লাভে বয়স দরকার
ষোল সাধারণ সৈনিক!
আমার বয়স তখন চৌদ্দ অষ্টম শ্রেণী
উত্তীর্ণে নবমে পদার্পণ।

বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ুয়া ছাত্র জীবন
কতই স্বপ্নে বিভোরতা।
জীবনের আঁকা-বাঁকা সরল পথ পেতে
সৈনিক জীবন অনন‍্য।

খেলা-ধূলা-শরীর-চর্চা-বিনোদন-উৎসব
সর্বত্রেই সৈনিক ভাবনা।
দূর্বার দূর্লভ শুদ্ধির শুদ্ধতা সৈনিক চেতনা
নতুন জীবনের সুখস্বপ্ন!

আমি হব এক দিন এদেশ বাংলার সৈনিক
সৈনিক চেতনা সমতাল‍্য!
নাবুঝ মনের হঠাৎ মাধূর্যতা পূর্ণ রচিত রম‍্য
ছন্দময় ছান্দিক তীর্য-বীর্য।
**************************
বাণী: সৈনিক হলেই কি আর প্রকৃত সনিক হতে পারা যায়। যে সকল সন্তানেরা প্রকৃত দেশ প্রেম জানে। ঐ'সকল সুসন্তানেরাও সৈনিকের চেয়েও কম নয়।