সৈনিক ভাবনা বার যেন বয়স বাড়ছে
ততো মনে দোলা দিতে থাকলো যেন।
কবে পাবো দেখা সৈনিক জীবন সাধটি
বাহারী রঙের পোশাক স্বপ্ন জাগে হবো!

আমি এক দিন সৈনিক হবো এ'দেশের
দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত
করতে পারবো' সেই চেতনা ভর করতো
আমার ঐ'ছোট্ট বেলা হতে কিশোর মন।

জীবন চলার পথ সুগম হতে থাকে ধীরে
চলি পথমনেহয় আমি সৈনিক না হয়েও
অপ্রকাশিত কোন প্রশিক্ষণ নয় দীপ্তমান
দেশ মাতৃকার একজন গর্বিত সৈনিকমন।

আসলে কি কখনো হতে পারবো অজানা
তারপরেও জীবন চঞ্চলচলা উচ্ছাস মন!
বলে কথা মন তো মনই কত কথা বলে
আজ হতে চায় চোখে দেখা কত কিছুই।

কালের অবতামানে হারায়ে যায় অনেক
যোগ‍্যতার মাপকাঠী থাকে না মন মাঝে।
স্থির ধীরতা ঊষার আলোক দীপ্তমান মন
প্রাণ আত্মার চাওয়া যেন দরকার অর্জন।

চলমান,