সৈনিক ভাবনা নয় শুভক্ষণে
শুভসকাল শুভবিকাল সন্ধ্যা!
সকাল বিকাল সন্ধ্যা রাত্রির
অনন্য বোধ শৃঙ্খলা জীবন।
সুসজ্জা চৌকস নিয়ম-রীতি
এতো পরিপাটি সৈনিক দল।
সকল থেকে আলাদা মানুষ
সৈনিক সম্মান-গৌবরে গর্বিত।
আমি পণেতে একমন চেতনা
একদিন বিধাতা মিলান যেন!
সৈনিক গর্বিত সৈনিক এ'দেশ
মাতৃকার সেবায় প্রেম শোভা।
ব্যাকুল মনটি অস্তিরতা সৈনিক
কবে হতে পারবো অজানা।
আমি সৈনিক মনটি সেবাদরদ
মনের মাঝে স্বপ্নরা ঘুরপাক।
*************************
বাণী: চলমান