সৈনিক চেতনার অসামান‍্য ভাবনা
যেখিনে জীবন যৌবন বলে কথা।
সেখানেই জীবন মান রয় সাধনার
ঐ'মন যৌবন অনন‍্য সাধ-সাধনা।

বাংলার সন্তান আমরা নয় ধনী
পরিবার সমাজ আমাদের চল।
অনেক কষ্টের সংসার পরিজন
বসবাস এক সাথে কত স্বপ্নরয়।

একসাথে এক পিয়ালায় খাওয়া
কোন মতন নাম মাত্র খাট এক!
গাদা সন্তানের ঘুমের স্মৃতি স্বপ্ন
তার মাঝে বেড়ে উঠি আমরাই।

আমরাই এদেশ জনতা সেনাদল
আমি হব সৈনিক চেতনা দীপ্তমান
সভ‍্যতা বিলাপ বিকাশ ঊষা ভাব
জীবন মান স্বপ্ন এক অবিচ্ছেদ‍্য।
চলমান