অনেক সময় অনেক ছবি দেখি
দেখি দেশি-বিদেশী নাটক!
মঞ্চনাটক সিনেমা অভিনয় গল্প
এতো ভাল কথা অভিনয়।

দেখে অনেকটাই বাস্তব জীবনেও
অনেক মিল খুঁজে পাই।
এক সময় অজানাতেই চোখে জল
দেখে বুঝতে পারি বেশ।

চমৎকার রচনা রচিত নাট‍্যকারেরা
নির্মিত করেছে জ্ঞানলব্দ।
আসলেই কি শুধু অভিনয় চমৎকার
আচরণ সভ‍্যতা বিলাপ।

অসাধারণ ডায়লগ রুচিবোধ বাক‍্য
সংলাপ সুখ-দুঃখ-বেদনা।
পরপোকার ইতিহাস সাক্ষী অভিনয়
কত আদর্শ মানুষ জগৎখানা।

বাস্তবতায় কেন এমন হয় না মানুষ
ঐ'সকল অভিনেতা-নেত্রীরা?
ভাবতেই আমার অবাক লাগে মনটি
হ্নদয় মাঝে বলে কথা শুধুই!

অভিনয় জগৎ সেরা চলছে অভিনয়েই
তাই তো মানুষ মূলত হচ্ছে..
শূন‍্য চেতনা জ্ঞানপাপী অমনুষ‍্য চলনে
ঘুরছে দিক-বে-দিক অজানা।

সবই সাময়িক বিনোদন শিক্ষা কোথায়
অর্জিত রপ্ত প্রাণ তৃপ্ত সম্পূর্ণে?
ভাবনা আমায় বেদনা দেয় পাইনা আমি
সঠিক মানুষ মূল‍্যবোধ দেখা।

টিকটক মুছকীহাসী ছবি দেখা চোখে জল
মায়া কান্না প্রেম অভিনয় মাত্র।
কোথায় সত‍্য সঠিক মানব জীবন মানবতা
আমাকে ভাবনা ফেলে সর্বোক্ষণ।
*************************
বাণী: মানুষ যখন অভিনয় করে নাটক সিনেমার মত। প্রকৃত পক্ষে ঐ'সকল অভিনেতা-নেত্রী বাস্তবিকতায় সঠিক মানুষ নাও হতে পারে। আর না হওয়াটাই স্বাভাবিক। চোখে জল তো এক অভিন্ন সুন্দর চেতনা বোধগম‍্য মনুষ‍্যত্ব পরিচয়। সেই অনুপ্রেরণা টুকু অভিনেতা-নেত্রী দিতে পেরেই স্বার্থকতা লাভে ধন‍্য হয়ে থাকেন। যা একটি নাটক ও সিনেমার দর্শক প্রিয়তায় জনপ্রিয় হয়ে থাকে।