খোকা সোনা শোন সবে
তাকায়ে দেখ কে!
আমরা তোমার বাবা-মা
তাকাও সোনা মনি!

আসছে তোমার নানা-নানী
সাথে দাদা-দাদী!
তাকায়ে দেখ কত আপনেরা
তোমায় দেখে খুঁশি।

মুগ্ধ মনটি দেখছে অপলকে
দু’টি নয়ন ভরে।
কত সুন্দর তুমি আলোকিত
মুগ্ধ করেছো সকল।

আল্লাহ্ তোমার মঙ্গল করুন
আমরা দোয়া করি!
অনেক বড় হবে শুভকামনা
থাকলো সদা সর্বোত্র।

শিশুর ছড়ায় উদ্ভাসিত হবে
শিশু মনটি ঊষা'লো।
মাতা-পিতার স্বপ্নঘেরা তুমি
ভবিষৎ প্রজন্ম এ’ধরা!
****************
বাণী: শিশুরা দেশের ভবিষ‍্যৎ কর্ণধার। ওদের সামনে কোন অসভ‍্যতা করা যাবে না। কারণ ওরা অনুকরণ করে। যারন‍্যায়, সমাজে ভাল মানুষ গড়ে উঠা অন্তরায়। সেই জন‍্যে শিশুর পিতা-মাতা ও পরিবার হতে হবে চমৎকার স্বভাব-চরিত্র-সত‍্য-পথ প্রদর্শক মানুষ। তবেই শিশুর ভবিষ‍্যৎ হবে আলোকিত জীবন। দেশকেও দিতে পারবে উন্নত দিগন্তের ঠিকানা।