কোথায় এতো সোনারই সন্তানেরা রও
তোমাদের কথা সর্বত্র শুনি!
করছো ভাল ফলাফল এ'প্লাস গোল্ডেন
কত যে সুশিক্ষায় শিক্ষিত!

তুলনা হয় না তোমাদের বিদ‍্যার্জন জ্ঞান
তোমরাই হবে একদিন দেশ...
এ'দেশ জনতার অনন‍্য অসাধারণ মানুষ
চমৎকার স্বভাব চরিত্র গুণ!
চলমান...