কে বলেছে সুখ রয়েছে; আছে ঠিকানা
কোথায় সুখের ঠিকানা এ'ধরণীতে?
কত শত দিন মাস বছর যাচ্ছে জীবন
হতে চলে। মানুষ এই হাস-রহস্য!
এই কান্নায় চোখে পানি অসহায় দেখা
আমি নিজেও সেই স্বীকার এ'ধরা।
দেখতে তো পাই না দু'টি চোখে মানুষ
আছে কোন পরিবার সুখ ঠিকানায়।
সকল মধ্যে দেখি এই হাসি এই খুঁশি
ঝয় ঝামেলায় চলমান জীবনবোধ।
এমন কোন পরিবার নেই রয়েছে স্বচ্ছ
জুরাতালী চরিত্র অর্থ কষ্ট ধান্দার।
কে কাকে ঠকায়ে হচ্ছে অর্থবান ভাবনা
এই রূপেই চলমান জীবন ধারা।
সুন্দর জীবন কেমন করে হয় কি করে
পরিবেশ পরিবেশনা এ'ধরণী চল?
সেই অপচয়ি অপদার্থ পর লোভী মন
মানুষ কেমনে সুখ খুঁজে ফেরে বলি।
তাই তো সুখ ঠিকানা অজানায় চলাচল
কোথায় স্বর্গ কোথায় নরক অদেখা!
অভাবনার মন-প্রাণ-হ্নদয়-আত্মা সুখে
মিথ্যা জ্ঞান ভান্ডার অর্জন লাভ কি?
সেই মনের মধ্যে থাকে অস্তিরতা জীবন
কেমন করে সুখের জীবন পাবে বলি?
ঐ'সকল মানুষেরাই সুখী পরিবার সর্বোত্র
অনন্য ওরাই সভ্যতা সততা সুশিক্ষা!
এমন করেই সুখেরই ঠিকানা খুঁজে পেতে
প্রাপ্তিতে আশা সকল মানুষ মনুষ্যত্ব।
************************
বাণী: কোন মানুষ কেন সুখের ঠিকানা পেতে পারে না। কারণ সকল মানুষের মধ্যেই কমবেশী একে অপর মানুষ ঠকানোর অভিষাপ উপভোগ করার কারণেই সঠিক সুখ ঠিকানা সন্ধানে অন্তরায়।