মানুষ জ্ঞানার্জনে বিদ‍্যতাপূর্ণ লাভ ধন‍্যতা পাবে
সদা সত‍্য কথা বলা শিক্ষা লাভ অবশ‍্যই কাম‍্য।
শিশুকাল পিতা-মাতা ঔ'রস জাত সুসন্তান স্বর্গ
বিধাতার দয়া প্রাপ্তি সকল আপন জনা মহত্ত্বতা।

শিক্ষা-দীক্ষা-আদব-কায়দা-শিষ্ঠাচার-আচরণেই
আদর্শ-ন‍্যায়-নীতি-রীতি-নৈতিকতা-সভ‍্যতা মন!
হ্নদয় মাঝে আতস্ততা প্রাণটিকে জাগ্রত সুপ্তচুক্তি
মানুষের মত মানুষ হবো এ'জগৎ খানা আপনত্ব।

কর্ম সৎ কথা রক্ষা অর্জন পবিত্রতা ভাবনা অনন‍্য
সর্বোত্রে চলমান শত ঘাত প্রতিঘাত অভাব-দুঃখ
অনাটন-বিলাপ-বিলাস-সকল সময় চাই সততা
সেই মানুষ জন্ম স্বার্থক প্রকৃত মানুষ জন্ম যথার্থ।

মানুষ পরিচয় দেই; বলি মানুষ আমি নিজ অপর
সকলকেই মানুষ বলতে শিখি কত আনন্দ কর্ম!
অকর্মও করতে দেখি করি আমরা এ'ধরণী বুকে
খারাপ কর্মে হয় কি ধর্ম পালন সভ‍্যতা পরিচয়?

ওরা সর্বনাশা অমানুষ মানুষ নাম কলঙ্ক হায়'রে!
ওরা আমরা অপকর্ম সেরা কেমনে হই মানুষ?
সভ‍্যতা বোধ; তখনি মানুষ পরিচয়; সদা সত‍্য
সুন্দর পথ চলা জীবন যাপন কর্ম চঞ্চল মনুষ‍্য।
****************************
বাণী: সভ‍্যতা বোধ মানুষ জীবন পথ চলা অনন‍্য মানুষ তৈরী ধর্ম-কর্ম সুশিক্ষা আদর্শতা প্রাপ্তি। ঐ'সকল মানুষেরাই জগৎ সংসার উজ্জ্বল নক্ষত্র স্বর্গ মানুষ।