সত্যের সহিত লড়াই করে জীবন করলাম শেষ
তবুও সত্য সত্যের সন্ধ্যান পাওয়া বড়ই দায়!
এমন সকল লোক পাশে বসে সুযোগ নেয় সদা
সেই তারাই কতকথা বলে জানা রয় বহু রহস্য।
জীবন চলার পথ সুগমন মানুষ মানবতার মনুষ্য
কোথায় স্বর্গ কোথায় নরক ভাবনা তাদের দেখা।
ভাল মন্দ জীবন চলার পথ সুগম দেখা মেলে না
অসভ্যতা ভরা মনটি মানুষ হয়ে মানুষ পথহারা।
ওরা মুখে বলে এক আর অন্তরে ঘুরে ফেরে হয়
আরেক জীবনবোধ রচনা কখনো সভ্য দেখা নয়।
সততার কথা শুনলে সভ্যতা যেন মুখমন্ডল অন্ধ
এমন করেই মানব জীবন চলছে চলবে কেমনে?
হতে পারে না এই ভাবে চলতে দেওয়া ঠিক নয়
কত যুদ্ধ করবো একা একা এ'ধরা যে বড়ই পর!
খুবই নিষ্ঠুরতারই স্বার্থপরতার খেলা ঘর চলমান
কেউ বুঝতেই চাইছে না কে সত্য আর কে আপন?
ভাবনা আমায় বড়ই বিচলিত করে কেন বিধাতা
এনেছেন এ'ধরার বুকে, এতো অত্যাচারিত জীবন?
ভাল কাজ করলেও মানুষ নাম ওদের করে হিংসা
কারাও উন্নতি দেখলে জিলাস জন্ম মন।-প্রাণ-হ্নদ!
পর-নিন্দা-পর-চর্চা-সমালোচনা-গীবত-সংঘবদ্ধে
কি যে শয়তান শয়তানরত একত্রে কত হাসী-ঠাট্টা।
সত্যকে চিনবে কেমন করে ওরা যে পাপী পাপিষ্ঠ্য
বহুগুণ দেখা বিধাতাও অপমান করায় সত্য বিজয়!
মিথ্যার দল ভারী তাই সত্যকে অটুট রাখতে পণ
বিধাতা আপন জেনেই সত্যকে হারায়ে সম্মান দেন।
বলেন বিধাতা ওরে মিথ্যার দলবলরা জেনে রাখো
কখনো তোমরা বিজয়ী হতে পারবে না সাময়িক যা...
দেখছো মনে হয় তো ভেবে নিয়েছো তোমরা জয়ী!
আসলে তা কখনোই নয় সুযোগ দিয়েছি শুঁধরানো
দেখি কতটা নমনিয়তা প্রকাশ করতে পারো দেখি!
মন্দের শাস্তি চিরসত্য ধ্রুব তারার মত বিধাতা সত্য
প্রকাশে অটুট! কখনো মিথ্যার জয় সহমত হন না।
আসল-নকল-পার্থক্য দুনিয়ার জগৎ খানায় জ্ঞানই
অর্জন এক একক সদা সত্য প্রকাশিত হতে জানা।
সেই জ্ঞানার্জন পার্থিব জগৎখানা দুনিয়ার বুকটিতে
সঠিক পথ সত্য জীবন অনন্য বোধ অসাধারণ রচনা!
সত্যকে সত্য বলা সত্য চেনা সদা সত্য বলা চাই
তবেই মানুষ প্রকৃত মানুষ অনন্য ধারার আর্শীয়ান।
বিধাতা খুঁশি আপন মানুষ আসল নকল চেনা হয়
মিথ্যা বললে মানুষ হতেই মানুষ কষ্ট পায় কেন'রে?
তবে কেন মানুষ মিথ্যা বলবে নিজকে ধ্বংস করতে?
যদি তাই চায় মানুষ তা হলে তো মিথ্যা বলা মানুষ।
ওরা কখনো মানুষ হতে পারে না, মানুষ নাম কলংঙ্ক
তাই তো সত্য কে চেনে, সত্য মানুষ খুবই অল্প যে'
বহু গুণ দেখা শোনা গবেষণা সত্যকেও অস্বীকার রত
জীবন চলার পথে সত্য এমনটি জায়গা মানুষ হ্নদয়ে।
কিছু সংখ্যক মানুষের মধ্যে সত্য ও সততা যদি না'ই
জাগ্রত রাখতেন, যেন দুনিয়াই বিকলংঙ্ক হয়ে পড়তো।