মানুষ যদি প্রকৃতই না মানুষ
কে সত‍্য বলছে?
আর কে বা মিথ‍্যা ঝুলি বুলি
বকছে সদা বরাবর!

শিশুরা থাকে মায়ের কোলে
বড়রা শিশু আশ্রয়স্থল!
বড়রা যদি না হতে পারি সত‍্য
সঠিক পথের পথিক।

শিশুরা কেমন করে শিখবে সত‍্য?
জানতে চাই সত‍্য?
সকল যখন সত‍্য পথ চলা জানবে
শিশু-কিশোর-কৈশোরা!

দেখবে পিতা-মাতা আপনত্ব বড়রা
প্রতিবেশী চলছে সকল।
ঐ'একই পথ সদা-সত‍্য পথ পথিক
মিথ‍্যা শুনে শাস্তিপাচ্ছে।

ভয় পাচ্ছে সকল সত‍্যবাদী মানুষ
কেন ভয় পাচ্ছে সত‍্যরা?
পাচ্ছে জেনে মিথ‍্যা বলা পাপে শাস্তি
অবধারিত রক্ষা হবে না।

সেই ভয়ে একে অপর বলাবলি রত
কখনো মিথ‍্যা নয়।
মিথ‍্যা বললে শাস্তি হবে সম্মান যাবে
মুখ দেখাতে লজ্জ্বা।

মিথ‍্যা যে জন করবে রপ্ত ঐ'মানুষরা
কখনো তারা সত‍্য নয়।
পাবে না সঠিক পথ আজীবন এ'সত‍্য
ধ্বংস যেন অচিরেই।

দেখবে সদা সকল জনাই সভ‍্যতাতে
দেখেও যদি শেখে।
তবুও মানুষ কিছুটা সঠিক পথ পাবে
দুনিয়া-আখেরাত ঐ'

আমানুষ হলে থাকবে না পার্থক‍্য যে
শোন মানুষ শোন!
জীবন চলার পথ সঠিক ও স্বচ্ছ রাখ
পশুমন বসবাস ধ্বংস।

জীবন চলার পদথ অন্ধকার এ'সত‍্য
সত‍্যকে সত‍্য জানো।
মিথ‍্যাকে মিথ‍্যা জেনে দূরে ঠেলেই
ঘৃণাভরা মনে জানো।

জীবন চলার পথ সুন্দর রাখ জানো
মহানন্দ তখনই পাবে!
চলার পথে কর্মময় জীবন অনন‍্যতা
সুফলা-সুজলা-অবিলাস।

আ-হা-ক-ত-ভা-লা-গ-বে-ম-ন-টি!
হি-সা-বে-র-খা-তা-থা-ক-বে-স্ব-চ্ছ'
ক-ত-টা-ই-ভা-ল-লা-গ-বে-ম-ন-টি।
বে-হে-স্ত-ন-সী-ব-এ-দু-নি-য়া-তে-ই
ক-র-ব-অ-নু-ভ-ব-সু-গ-ন্ধি-ছ-ড়া-বে।
হা-জা-র-ফু-লে-র-সৌ-র-ভ-মি-ল-বে।