শোন মানুষ শোন!!!
কেন সত্য গোপন কর?
কিসের নেশায়?
কোন কারণ শুনি ও জানি
বল'রে মানুষ বল!!
কখনো কি দেখেছো সত্য
গোপন থাকে এ'ধরা?
সত্য গোপন আড়াল পাপ
মহা পাপ সেই বোঝা..
বহণ করে প্রজন্ম কেন বল?
প্রজন্মরা হবে উদার!
উদারতা ভরা মন মাধূর্যতার
ওরা হাসবে ওরা খুঁশি।
থাকবে উদ্ভাসিত জীবন রচনা
উড়বে সদা সভ্যতায়।
সেই জীবন হয় যদি হতাশা মন
কেভন করে গড়বে?
গড়বে জীবন সফলতা স্বছচ্ছতা
ওরে অবুঝ মানুষ আমরা।
ক্রোধ আর ব্যক্তি স্বেচ্ছাচারিতে
মনগড়া শয়তান প্রশ্রয়মন!
বিভেদ সৃষ্টির সেরা সর্বনাশা দল
একটি ভুল সিন্ধান্ত সর্বনাশ।
পাপ সমেবত চলাচল জীবনবোধ
এমন জীবন কাম্য নয়।
মানবতা জীবন চলার পথ পথিক
শুভকামনা কখনো নয়।
হিথে বিপরীত মানুষ মানবতা বিঘ্ন
সন্তান হলে স্বামী-স্ত্রী বিচ্ছেদ!
কখনো কাম্য নয় একে অপর জনা
সন্তান যেন না হয় পিতা হারা।
মা মনে করে হয়তো বেশ সন্তানেই
আসল কথা সন্তান চল সমাজ!
পরিচয়ে ছাড়তে চায় না পরিবেশ
পাপ মহা পাপ বিচ্ছেদ সংসার।
আসলেই বিচ্ছেদ কামী মানুষ নয়
ঘৃণা যতই হোক পরহেজগার।
বিধাতা ঘৃণায় ভরে দেখেন ঐ'কর্ম
মানুষ মানবতায় কথা বলা।