সংসার ধর্ম বড়ই মোহ সকল
এমন মোহ নেই তো এ'ধরা।
সকল মানুষ মন বিদ‍্যতা ভরা
প্রকৃত ক'জনা হচ্ছি বিদ‍্যান?

সংসার অর্থ অজানাতেই মন
নিচ্ছে টেনে হিঁছড়ে সংসার।
গড়ছে জীবন মিছা প্রেম ঘর
ওরা কারা অভাব মানুষেরা!

বিধাতার বিধান আদেশে রয়
মানুষের মতন মানুষ হও!
জীবন গড় অর্থ-কড়ি সঞ্চয়ে
ধন-দৌলত-ভরণ-পোষণ'

সামর্থবান হও নারী-পুরুষেরা
উপযুক্ত বয়স ধৈর্য ধারণ!
চমৎকার মোহমায়া একটি ঘর
হয় যেন রমণী প্রাপ্তি সেরা।

সেই মন সংসার গড়তে পারা
যৌবন সুখ প্রেম নিবেদনে।
চমৎকার এক অনন‍্য প্রেয়সীর
চাওয়ায় সংসার সুখপূর্ণতা।
*****************
বাণী: বিনা শ্রম যেমন সফলতা আসে না। তেমনি সংসার ধর্মেও অগোছানো জীবন কখনো সুখ লাভ করা যায় না। সেই জন‍্য সংসার মোহ উৎসাহ পেতে স্বামী-স্ত্রী হওয়ার পূর্বে সততার সহিত পরিশ্রম দ্বারা অর্থ বিনিময়ে সুন্দর ঘর ও রমণী! এই সুন্দরতম বজায়ে পরিশ্রম চলমান সংসার ধর্ম মোহে। অন‍্যথায় যা যাবর জীবন মন সংসার মোহ ছাড়া আর কিছুই নয়।