মনে সেই দিন'টির কথা এ'ধরায়
১৯২০ইং সন শুভ জন্মদিন।
এক অভিনন্দিত শুভক্ষণ মুগ্ধতা
দেশ জনতার কথা এ'বাংলা!
যিনার ভাবনা সেই শিশুর জন্মান্তর
বাংলার বুকটির অবিস্মরণীয়।
ধীরে ধীরে বেড়ে উঠা ও নেতৃত্ব দান
তৈরি হওয়া এমন শিশু বাংলা!
আলোকিত করলেন আকাশ খানা
যিনি পরাধীনতা হতে মুক্তির
পথ খুঁজে দেশকে করলেন মুক্ত বঙ্গ
যে জন এনে দিল স্বাধীনতা।
বাংলার মানুষকে দিলেন লাল-সূর্য
মুক্তি স্বাধীনতা স্তম্ভ স্বীকৃতি।
সেই দীক্ষিত-আত্মঃত্যাগ বিনিময়
অবিস্মরণীয় জাতির কলংঙ্ক!
কত-শতঘাত-প্রতিঘাত-জেল-জুলুম
সামনের সাড়ি দেশ নেতা।
নেতৃত্বেরই অসাধারণ বলিষ্ঠ গুণিজন
এমন নেতা আর দ্বিতীয়জন!
জন্ম নিবে না এ'ধরণী বাংলার বুক'টি
কই কত'টি বৎসর তো দেখছি।
জাতির জনক বঙ্গবন্ধুর ন্যায় একজন
ঐ'রকম বলিষ্ঠ কন্ঠ সততা-নিষ্ঠ..
জনগণ প্রকৃত নেতৃত্বের সুনাগরিকতা
পরিচয় কোন নাগরিক দীক্ষা!
দেখতে পাওয়া বড়ই দায় এ'সভ্যতার
সেই সভ্যতা তৈরি মহান নেতাসহ..
স্বপরিবারে হত্যা করে ঘৃণিত দলেরাই
তারাও নেই আজ শাস্তি পেয়েছে।
সাঁজা পেয়েছে জাতীয় ভাবেই রাষ্ট্র হতে
ভয়াল কালো রাত ঘুঁচেছে আজ।
কিন্তু ফিরে পাওয়া যায়নি দেশ বঙ্গবন্ধু
সপরিবার ছোটশিশু শেখ রাসেল!
শেখ রাসেল স্মরণীয় জাতীয় নেতাদল
পরিবার আত্মার শান্তি কামনা দীক্ষা।
আজ সেই দিনটি জাতির কলংঙ্ক ঘুচাতে
উন্মোচন বাংলার শতধা প্রকাশ প্রজ্ঞা।
পালিত জাতির জনক মৃত্যাত্তুর জন্মদিনটি
বিনম্র শ্রদ্ধা ভরা মনে শুভেচ্ছা ও শিশু...
দিবস এক অবিস্মরণীয় শ্রেষ্ঠত্বের প্রকাশিত
আজীবন স্মরণ করি জাতীয় ভাবেই।
১৭ই আগষ্ট জাতির পিতার জন্মদিন স্মরণে
অবিস্মরণীয় বাংলা ইতিহাস রচিত।।
**************************
বাণী: এমন একটি শিশুর জন্ম হয়েছিল পূর্ব বাংলায় যিনি আজকের বঙ্গবন্ধু। এমন শিশুর জন্ম না হলে এই পূর্ব বাংলার স্বাধীনতা অর্জিত হতো কি না সন্দেহ! আল্লাহর অশেষ মেহের বাণীতে যুগ যুগ ধরে প্রতিটি দেশ রক্ষায় মহান নেতৃত্বদান শিশুর জন্ম হয়। আর সেই শিশুর মধ্যে বাংলার একনিষ্ঠ দেশ জনতার কল্যাণকামী নিবেদিত সুসন্তান শেখ মুজিবুর রহমান। আজিকের শিশু দিবস ও স্মরণীয় জন্মদিন পালনীয়।