মানুষের মন মানেই স্বপ্নে বিভোর
স্বপ্ন জাগা পাখিরাও তেমনই।
প্রাণী বলতেই স্বপ্নবাজ দেখে স্বপ্ন
বেঁচে থাকে কল্পনার মাধ‍্যমে।
জীবনটা এক শূণ‍্যতা আর অভাব
হতাশা প্রাণ হ্নদয় আত্মারই!
চলি চলমান ধারা পরিবর্তিত জীবন
সত‍্য কি সকল স্বপ্ন পূর্ণ হয়?
না না না সব চাওয়া পূর্ণতা পায় না
জীবন মানে ধরণ রঙ বদলায়।
মনের গতির পরিবর্তন ঘটে বহুগুণ
ভাল আর মন্দের দেখা মেলে।
সঙ্গী-সাথীর বিচ্ছেদ প্রহর অপেক্ষা
কত স্বপ্ন উর্দ্ধগতি ছন্দ উচ্ছাস!
আবার কখনো অধঃপতন এ'ভাবেই
মানব জীবন চলে আসছি যেন..
অভিনব স্বপ্ন বাস্তবায়ন নিরিখে চল
কোথায় সঠিক ঠিকানা জানে...
ঐ'একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ্ তাওয়ালা
এর বাহিরে আর কিছুই নাই।
তাইসতো বলি শোন সকল মানুষেরা
শোন কান দূ'টি পেতে শোন!
কখনো বেশি বুঝবে না বিধাতার বিধান
মান‍্য ঈর জ্ঞানার্জন সুবুদ্ধির।
জীবনবোধ অনুকূল পরিবেশ বোধরত
উত্তম মানুষ হও; তবেই স্বপ্ন!
উত্তমটাই প্রাপ্তি জীবন চলার পথ সুগম
অন‍্যথায় ফটকা-বাজির ফটকা!
এই ভাল আর এই মন্দ জীবন ঠুনকো
ভঙ্গ হবেই হবে স্বপ্ন সন্দেহ নয়।
বাস্তবতার নিরিখে দেখে জ্ঞানালব্দিতে
প্রকাশিত কবি মন বিধাতার রহম।