শোন সকল শোন'রে দেশ জনতা
তোমরা নিজস্ব জ্ঞানার্জন কর।
বিধাতার আদেশ প্রতি রাখ ভরসা
সঠিক কোনটি' ভাল আর মন্দ!

বন্ধু কে আপন পর বুঝতে পারাটা
যারপরন‍্যায়; আপন পর ভেদ!
রপ্তকর এ'ধরণী; যথার্থতা প্রয়োগ
অর্থবহ্ মর্মভেদ কোথায় শূন‍্যতা?

জ্ঞানার্জন অদেখা মন উড়ন চন্ডলী
শূন‍্যজ্ঞান চলা জীবন অপ্রিয় চঞ্চলা!
সেই জীবন কখনো পেতে পারে না
প্রকৃত মনুষ‍্য মন না দুনিয়া-পরকার।

এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর
কে আপন আর কে পর জানি?
জানতে ও বুঝতে হবে প্রকৃত জ্ঞান
অর্জন করাটা অতীবও জরুরী।

তবেই তো আমরা ভাল মন্দ জেনে
বুঝে সঠিকটিই নিজ করণীয়।
নয়তো নিজ কর্ম অপর নিকট ঠেঁকা
সেই তো পেয়ে গেলো সুযোগ।

যা নিজে জানা রয় অতটুকুই আসল
জানা জ্ঞানার্জন এ'ধরণী চল।
যা জানা নেই সবই অপর কাঁধে ভর
চলা জীবন শূন‍্যজ্ঞান পরচর্চা।

মিথ‍্যার ঝুঁলি বুক মাঝে চেপেই চাপা
ছেড়ে আত্মঃপ্রলাপ আমি জান্তা!
অমক সেই কাজ করেছে, তার মতন
লোক হয় না; এতো ভাল মানুষ।

অপর দিকে দেখা গেছে ঐ'লোকটি কি
আসলেই ছিল ভাল এ'ধরণী চল?
নিজে যখন জ্ঞানী হতে পারা যাবে তখন
সঠিক পথ চলাচল শোনা কথা নয়!
************************
বাণী: শোনা কথায় কান না দেওয়াটাই অতিউত্তম। দু'টি দিক স্পষ্ট' একটি হল সঠিকটি জেনে প্রকাশ উত্তম আর দ্বিতীয়ত: ঘটনাটি সরজমিনে নিজ চোখে না দেখার কারণে অপরের মুখে শোনা মিথ‍্যা ঘটনা প্রচার করে মিথ‍্যাবাদী না হওয়া ও পাপে পতিত হওয়া হতেও বিরত থাকা সহজ হয়।