সময়ের কাজ সময়েই করতে হয়
সময়ের কাজ সময়ে না করলে!
মানব জীবনটি হতে হয় দিশেহারা
স্বর্গ পেতে সময় কাজে লাগাও!
তবেই সময় উপযোগীতে সাফল্য
পাবে জীবন তটে এ'ধরা বুকটি!
সুন্দর সুফলতা আসবে জীবন নাম
এ'ধরণী অপূর্ব চমৎকার ভাবনা।
সময় করবে অবহেলা দেখা মিলবে
জীবন সায়াহৃ বেলা-অবেলামন্দা।
সুখের নাগল মেলানোতে বড়ই দায়
যেথায় যাবে সেথা সময় মূল্যবান।
সঠিক পথ রচনা সময় প্রকাশ অপূর্ব
অনন্য চেতনাবোধ জাগ্রত সুমন।
সকল কর্ম সঠিক হয় সময় মূল্যবোধ
জানা অজানা এমন সিন্ধান্তটিতে।
সময় কথা বলাতে সত্যই সময় চেতনা
স্মরণ করি কোন কাজটি কখন!
সেই মত সময় ভাগ করি নয় অবহেলা
চল চল যাই সময় কাজ করণে।
সেই মানুষ যখনই তৈরি আমরা মানুষ
দেখবে কঠোর শ্রম বিনিময় সুখ।
শুধুই সময় মূল্যবোধ রচনা চর্চা সর্তক
সময়ের মূল্য দিতে জানা সফলতা।
×××××××××××××××××××
বাণী: সময়কে যে জাতি যতটা মূল্য দিতে জানবে। সেই জাতি ততোটাই উন্নত শুখরে পৌঁচ্ছাবে। অন্যথায় নয়।।