জীবন আর গল্প জীবন মানেই গল্প
কত স্বপ্ন থাকে।
জীবন চিন্তা চেতনা ভাবনা রচনায়
অপূর্ব সুখ পরশ।

ভাগ‍্য আর ভাগ‍্য খেলা আপন হয়
আপন রক্ত স্নাৎ!
পর পরম হয় যদি সভ‍্য চরণ পরম
পায় কিসে অধর্ম?

রক্ত মূল‍্য অমূল‍্য সম্পদ অনুগামী
অনুশাসন সতত ধর্ম।
তাই তো ধর্ম পালনীয় অবধারিত
মানুষ হতে চাইলেই'

দীক্ষা চাই সতত আদর্শ অনন‍্যের
পরিপূর্ণতা তবেই সদা!
জবেই সংকল্প ধীর মনবল সুউচ্চ
আপন করেই নিতে।

জাগ্রত জাতিরই অপূর্ব শোভাতে
শোভিত একক সত্ত্বা।
ওরে মানুষ মানুষ হবি কবে বল?
নিজেই অচেনা সেই...

মানুষরা কেমন করে হবে মানুষ?
সত‍্য দেখা অবলোকন!
পথ হারায়ে ঠিকানা দিশেহারা
তুবও মানুষ অসভ‍্যের।

এমন করেই চলছি ঈদ পাবনে
কত খুঁশি মনটিতে।
আসল আর নকল সত‍্যই বলি
সুখের পরশ পেতেই।

প্রকৃত কি হচ্ছি শোভা মন চৈতন‍্য
বিবেক বিবেচনা বোধ!
পর-পোকার আন্তরিক সাধুবাদে
একমত হয় কিসে?

মানুষ কত মূল‍্যবান সেই মানুষরা
সত‍্যের পথ সঠিকতা!
আমরা মানুষ সকল এক একক
সদা সত‍্যের পদচারণ।

তবেই যেন ঈদ পবিত্র পালনীয়
একে অপর সৌভাগ‍্য।

পশুমন লোভী চেতনা ঠকবাজ
সেই সকল লোকরা;
ওদের আবার ঈদ খুঁশি কেমনে?
ঈদ আনন্দ শুভেচ্ছা।

মানুষ মানবতা সুখের পরশেই
স্বর্গীয় আভায় বাস।
স্বর্গ দুনিয়া-আখেরাত অনন‍্যেই
উত্তম পালনীয় ঈদ।।

অপেক্ষায় ছিলাম আপন দেখা
রক্ত কথা বলবেই।
তাই আজ এই ঈদে ঘটল মিলন
পিতা-পুত্র ব‍্যবধান।

ঈদ যেন এক অবিস্মরণীয় রচনা
মনের আশা পূরণ।
আমরা করব জয় বিজয় অবধারিত
রক্ত রক্তিম শুভকামনা।