আমরা যে যাই করি না কেন
সব কিছুই করি কথা রিজিক!
আর রিজিকের জন্য ছুটে চলি
শিশুকে মানুষ করা সভ্যতায়।
মানে বেড়ে উঠাতে হবে তাই
একটি সুন্দর জীবন ও রিজিক
প্রত্যাশা এমন ভাবনায় চলছি
আমরা প্রজন্ম থেকে জন্মান্তর!
আর সেই চেতনা সকাল হল
প্রতিটি মানুষের জন্য শিখর!
প্রভাতে জাগ্রত আর বিধাতা
নিরবে ডাকা আর আরাধ্যতা।
বিধাতার নিকট আরাধ্য ধন্যে
পুরস্কার পেতে অনন্য জীবন।
কাজ-কর্ম সকল কিছুই সহজ
প্রতিটি সকাল সকাল জাগ্রত।
বিছানা মহব্বত ত্যাগে শরীর
সুষ্ঠাম থাকে; কাজে মনবসে।
মনটির মাঝে আলোক ছায়া
প্রজ্জ্বলিত হতে থাকে সর্বক্ষণ।
প্রভাত বিছানা ত্যাগে বিলম্বিত
অলস সময় কাটতে হয় দিনটি।
কোন কাজে মন বসে না বেহুশ
কি থেকে কি করা চিন্তা-ভাবনা।
কোন কাজই ঠিক ভাবে হয় না
চলো চলি প্রভাত মনে জাগ্রত!
ঊষার আলো পেতে জীবন ধন্য
প্রতিটি ক্ষণ এ'ধরণী ধরাধমটি।
সুখের পরশ পেতে সুঠাম দেহ
সুন্দর মন অনন্য সুবাস প্রশান্তি!
সকালের কথা মন-প্রাণ-আত্মা
নিবেদিত স্মরণীয় পালনীয় কর্ম।
*******************
বাণী: প্রভাতে জাগ্রত সকল মানব জাতির জন্যই কল্যাণ বয়ে আনে। প্রভাতকে করলে হেলা, মানব জাতির সুস্বাস্থ্যের সফলতা ও কর্মগুণ যাবে হেলায় হেলায়।