শুধু আমিই মন্দ কখন জানতে-বুঝতে শিখলাম
যখন আপন-পর সকল তরে করেছি ভাল কাজ!
বুদ্ধি-জ্ঞান-অর্থ-শ্রম-সুপরামর্শ-স্থান-সব দিয়েও
পরিশেষে যতই করি ততোই দাবী বদনাম শুনি।
এই হল স্বার্থপরতা মানুষ মন অধিকারী এ'ধরা
ওরা স্বার্থ চিন্তায় একজন থেকে উপকার পেয়ে'
অপর জনের নিকট ঐ'একই চাওয়া হাই হতাশ
নাই; নাই; নাই; আরেক উপকারী বলে ঐ'দিন!
অমক আমারই সামনে তোমাকেই করলো দান
সহযোগিতা কি যে ভাল মানুষ উনি সুহ্নদয়ের।
তাকেই করছো গাল মন্দ; কি যে স্বভাব তোমার?
তোমরা লোভী আজ অমক ভাল কাল অপর জনা।
যতই করি মানুষ ভাল ভাবনা মনটি হতে প্রায়ই
ঠকবাজ যতই পায় ততোই হতাশার কথা কয়।
আমার পকেটে থাকে কি না তার নেই বালাই.
ওরা ওদের কথা তো বলেই বলে সাথে সঙ্গীও।
ভাল কথার কামিয়াব নয় তো ওরা সাহায্যপ্রার্থী
উচিৎ কথা শুনলেই তেলে বেগুন দেখে ক'জনা!
শেষ মেষ আমিই মন্দ অমানুষ শত সুকর্ম নস্যাৎ
আমি ভাল লোক নই; মন্দ শব্দ কান হয় ভারী।
****************************
বাণী: উপকারী ব্যক্তি সব সময় সকল মানুষের নিকট উত্তম ব্যক্তি হয়ে স্থায়ী হতে পারে না। কারণ মানুষ বেশির ভাগই অলিক চেতনাবোধের। তাই অকৃতজ্ঞ মানুষ কোন অবস্থাতেই অপর মানুষের কষ্টার্জিত জীবন হতে কিছু সহযোগিতা পেয়ে ধন্যতা প্রকাশ করতে পারে না। কারণ একে তো অপদার্থ, দ্বিতীয়ত অমানুষও বটে, তৃতীয়ত উপকার স্বীকার করায় নিজকে ছোট মনে করতে হয় সেই হীনমন্যতায়।