কেমন দেশ চাই আমরা বাঙ্গালী
স্বদেশ আমাদের জন্ম ভূমি।
নিজ দেশকে চাই ভাল বাসতে
আপন করে নিজেরই মত।
যেমনটি যত্ন নেই ভাল-সুস্থতায়
মায়ের মত আপন জানা!
দেশ মার্তৃত্ব প্রাণ মাঝে একান্তই
সে'মন প্রাণ আত্মা-স্পন্দন!
কখনো হবে ভিন দেশ প্রতিনির্ভর
নির্ভরশীল হবে সততা ন্যায়।
দেশপ্রেম অভিভূত মুক্ত মন দেশাত্ব
প্রজন্ম থেকে প্রজন্ম শিখবে।
অর্জন করবে দীক্ষা দেশপ্রেম ব্রতঃ
প্রতিভা প্রতিভাপন্ন উদারতা!
উদ্ভাসিত জীবনবোধ মানুষ মানবতা
জাগ্রত জাতি সুখ-দুঃখ ভাগ।
দেশপ্রেম জনতা স্বাধীকার রক্ষামন
হোক সে যে কমাই ফলপ্রসূ!
সকলেই মাতৃভূমির প্রতি আস্তা এক
একক সত্ত্বার অধিকারী হ্নদয়।
ঐ'রকম দেশপ্রেম ওরাই সুনাগরিক
সেই সকল মানুষরাই নেতা-নেত্রী।
ঊষার আলোক প্রতিযোগী দেশ উন্নয়ন
কল্যাণ বয়ে আনবে জনতা-দেশ।
আত্মঃনির্ভরশীল দেশপ্রেম নাগরিক চাই
চাই না এমন পরনির্ভর দেশপ্রেম।
ওরা নিজেদের শত্রু-দেশেরও শত্রু ওরা
নয়'তো মানুষ এ'দেশ বাংলার।।
স্বদেশপ্রেম সেই সকল দেশপ্রেম জনতা
যখনই হবে তৈরি দেশ স্বনির্ভর।
তেমন দেশই চাই এ'দেশ বাংলা যথার্থতা
জনতা কল্যাণ অপূর্ব চেতনার।।