কেমন করে বলিআমি আমার স্বভাব ভালো না
কেমন ভাবে জানি আমি স্বভাব কাকে বলে?
স্বভাব গুণ সভ্য বিলাপ বিকাশ লাভ পেয়ে ধন্য
এ'জগৎ সেরা হযরত মুহাম্মদ (সাঃ) মহামানব।
যিনি কিন্তু টিন্তু সাধারণ আমার মতন লোক নন
তিনি অসাধারণ উত্তম চরিত্র গুণ মহা অনুভবের
চমৎকার সুন্দর বিশ্বস্ত আল-আমিন বিশ্ব সেরা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনুষ্য মহান আল্লাহর বান্দা!
যিনি একই সাথে পবী ও রাসূল সারা জাহান
সকল মানুষের কল্যাণ কামী উজ্জ্বল ঝলমল।
আদর্শ নীতি রীতি নৈতিক সমাজ সচেতনতা
প্রকৃত জীবনগড়া মানুষ কূল সেবা দৃষ্টান্ত দৃশ্য।
পরিমাপে সঠিকতা হক নষ্ট হয় এমন কর্মকান্ড
পরিহার ও আজাব এহকাল পরকাল সর্বক্ষেত্র!
রাষ্ট্র পরিচালনা যুদ্ধসেনা পরিচালনা সমরনীতি
মানব জীবন অশ্লীলতা নয়তো কোন কালবেলা।
সবই পালন ও পালনে ছিলেন এবং মান্যে এক
অপূর্ব কর্তব্য পরায়ন মহান ব্যক্তিত্ব সম্পূর্ণ গুণি।
এই পৃথিবীর সবই ডুবিত বিধাতা যদি সৃষ্টি না
করতেন প্রিয় নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কে।
যিনি মানব কূল সকলের জন্যই আলো স্বরূপ
দ্বীনের জন্য ও ঈমান আকলাখ চরিত্র গুণ সেরা।
হয় না তুলনা কোন জনম জনম মানুষের সহিত
বিধাতার বিধান তাই বলে সেরা জন সেরাপ্রাণ।
****************************
বাণী: জীবন পরাজয় তখনই যখন আল্লাহ্ নিকট হতে মানুষ তার সঠিক কর্মদক্ষতা চেয়ে নিয়ে উত্তম মানুষ না হতে পৃরে। আর তখনই মানুষ হয়ে পড়ে অমানুষ। পূর্ণতা তো দূরের কথা অপূর্ণ্যেরই ঠিক থাকে না।