এমন কিছু মূহুর্ত দেখা দেয় জীবন সায়াহ্নে
ভাবতেই হতবাক যেন স্বপ্নের মতন!
বয়স হোক আর না হোক প্রেম দেখা আসে
যৌবন জোঁয়ার ভাটার মত ধারা চল।
না যায় মেনে নেওয়া না যায় উপড়ে ফেলা
কাউকে বলা তো যাই না এ'ধরণীতে।
বুকে মাঝে ধরপড় করা শুরু হয় অস্থিরতায়
কিসে পেতে শান্তি সুখ মন চায় দেখা।
জীবন চলার পথ সুগমন করা খুব সহজ নয়
চলার পথে বাঁধা আসাটাই স্বাভাবিক!
সবই অতিক্রম করা চাই সুবুদ্ধি মত্ত্বা পরিচয়
সেই মন মানসিকতা স্বার্থক ধন্য হয়।
সব সময় সব ভালো লাগা ভালো লাগা নয়
চিন্তা করার সময় হয়ে ওঠে না মনটি!
দেয় না সময় ভাবনা ভাবার কিছু সময়ক্ষণ
যাপিত জীবন শোভা ছড়ায় শুধু চরণ।
কত কথা মনে পড়ে স্মৃতির পাতায় ভরা সেই
কেন যেন মানব জীবন অর্কিড প্রেম।
মনের মাঝে দেয় দোলা নয়ন বলে দেখো'রে
কত সুন্দর আকাশ খানা হার মানায়!
সকল সৌন্দার্য্য একটি জায়গায় প্রস্ফুটিতরা
পলক যেন দৃষ্টি নামাতে অপারগতা।
নয়ন প্রেম ভরা বোঝে প্রেমে খোরাক লাগে
কর্মঠ জীবন প্রয়োজন সুখ প্রেম যাপন।
সেই তাই তো বলি সব সময় ভালো লাগা নয়
ভালো লাগা জেনে তবেই প্রেম সোহাগ!
তা না হলে অর্জিত জ্ঞানমান চেতনা জীবনটিতে
দেখা দেয় সত্যই প্রকৃত অমূল্য প্রেম।।
×××××××××××××××××××××××××
বাণী:মানব জীবনে যৌবন খুবই বড় ধরণের সুখ ভোগ ভালো লাগা অপূর্ব চেতনা। যৌবন আছে বলেই পৃথিবী এতো সুন্দর! আর এই যৌবনই করে আসছে মানুষকে অপমান-অপদস্ত। তাই যৌবনকে যারাই সদ্ব্যহার করতে পেরেছে। আর সেই তারাই সঠিক ও সুন্দর যৌবন উপভোগ্য জীবন গঠনে সহায়কও হয়েছে। এমন যৌবন যুবক যুবতীই দেশ কামনা করে।।