বউ আমার প্রিয়তমা অনেক ভালোবাসী
শীত প্রেম প্রেম নিবেদন ভালোবাসা!
অনন‍্য পিঠা পাবণ‍্য পর্ব পৌষ ঊষালোতে
সারা জাগানো অপূর্ব ঐ'তির্য‍্য প্রতিপর্ব।

বছর ঘুরে নবান্ন শীতের মেলা ভরা মনটি
বাংলার প্রতিটি ঘর আলোকিত সুন্দর।
নানান রকম পিঠা তৈরিতে ধুম পড়ে যায়
কত জাদু রমণী কূল সেরা বাংলা ধরণী!

মনে পড়ে মোর এক সাথে কত স্মুতিকথা
ওগো প্রেয়সী এ'ধরণী চলা হাসি ভরা।
বিশেষ গল্প যেন হারমানে স্বপ্ন আঁকা পথ
গাঁয়েরই সেই আগুন পোঁহানো স্মৃতি।

মনে পড়ে হাজার ফুল দিবে দেওয়া কথা
লুকোচুরি মিটিমিটি দু'ঠোঁট আঁড়াল!
অপলক চাহনী সেথা ঈষারা ঐ'যাবে চল
আশা ছিল মনে কথা আর দেখা তাই।

কনকনে শীত যেন বেশ লাগে শরীর খানা
মন মাঝে ইমেজ প্রেম প্রেয়সী হৃদয়।
শিল্পমন গুণগুনাণী প্রাণ মাঝে রিপুতারিত
এসো সাথী বন্ধু যেন আপন হৃদয়াত্ব।
×××××××××××××××××××××
বাণী: অপূর্ব সূধা গ্রহণে প্রেম প্রেয়সী মনটি। আপন জানা তখনই তৈরি হয়। যখন যৌবন যুকব যুবতী পবিত্রতা বজায় সুন্দর জীবন গড়াতে জানে। আর তখনই ভালোবাসা প্রেম প্রেয়সী অটুট হয়। অন্যথায় নয়।।