শোন ছোট ছোট ছেলে-মেয়েরা
তোমরা খুব সুন্দর!
খুবই মিষ্টি মুখ তোমরা সকল
দেখতে কতটাই ভাল।
তোমরা খুব চমৎকার বাচ্চারা
অনেক ভাল তোমরা।
সকলে মিলেমিশে চলবে সদা
করবে না বিবাদ কেউ!
পড়ালেখা শিখে অনেক বড় হবে
হবে ভাল সুন্দর মানুষ।
তোমরাই আগামী দিন সুনাগরিক
দেশ তোমাদের অপেক্ষা!
করছে দেখা দায়িত্ব পাবে তোমরা
তাই তো তোমরা প্রত্যয়ী!
উত্তম চেতনাবোধ অপূর্ব জীবন গড়া
ভবিষ্যৎ সমাজ আর্শীবাদ।
খুব খুব চমৎকার আশাবাদ ব্যক্তের
অনন্য আলোকময় সৌন্দার্য।
শোভায় ভরা সুভাষ ছড়াবে সর্বোত্র
তোমরাই হবে আদর্শ মানুষ।
*********************
বাণী: আদর্শ মানুষ হতে কোন মানুষের নকল বা অনুকরণ করতে হয় না। আদর্শ মানুষ গড়ে উঠতে নিজ হতেই ভাল আর মন্দ বিচারে। নিজকে সব সময় সঠিক বিচারে উত্তম কর্ম করা আর বিধাতার প্রতি কৃতজ্ঞতা স্বীকারে ব্রতঃ হওয়া। তবেই আদর্শ মানুষ মানব জীবন পরিচয় বহণ। অন্যথায় নয়।।