আশার আলো জ্বালিয়ে এসেছিলে
প্রদীপ তুমি আলোকিত একশিশু।
সেই শিশুই হবে একা অভাবনীয়
কেন যেন মানুষ আমরা নিষ্ঠুর হই?
কোথায় সেই শিশু মন অজানা রয়
ওরে শিশু পিতা হারা মাতা প্রশান্তি।
এমনই প্রশ্ন শিশু মন পিতা অদেখা?
ভাবনা যেন অশান্ত উত্তাল মন শিশু।
কোথায় কোন প্রশ্ন কে কার দায়ের
ভার নিবে এ'ধরণী চল একক হ্নদ!
আমি ব্যতিত শিশু যখন পিতা-মাতা
ভুল পথ বিকৃত চেতনা জাগ্রত জাতি।
সেই শিশুর একক বসবাস হয় কিসে
প্রশান্তি দেহ মন প্রাণ আত্মা বোধদ্বয়!
তাই শিশু তার মনটি অপরাধ খোঁজে
কি দোষ করে ছিলাম আমি পিতা বল?
কেন যেন প্রশ্নবিদ্ধ এমনটিই স্বাভাবিক
শিশু চায় ভাসতে চায় শিশু উড়তে ঐ'
সেই স্বর্গবাস পিতা-মাতা পরিবার কোল
আ-হা-ক-ত-ভা-লা-গে-নি-রা-প-দ-বা-স!!
তাই শিশুর জন্য পিতা-মাতা বিচ্ছেদ নয়
শিশু জন্ম নিলে পিতা-মাতা বিচ্ছেদ ঘৃণা!
ঘৃণিত মানুষ সেই মানুষ (নারী-পূরুষ) মন
কখনোই ভাল মানুষ নন এ'ধরণীর পরে।।
শিশুর কৌশর মনের কথা না ভেবেই ওরা
সামান্য কথা অবিবেচক চেতনা কুচক্রের
অসভ্যতার একঘেয়েমী আচরণ কথাতেই
মনপ্রাচ্যুর্য ভেঙ্গে চুরমার বিচ্ছেদ সংসার।।
তাই সমাজ ব্যবস্থা শিশু মন হচ্ছে হতাশ
সভ্যতার বিকাশ লাভে অপূরণীয় ক্ষতি!
পরিপূর্ণ শিশুর বিকাশ বিকশিত বিঘ্নতা
সেই শিশু কেমন করে বেড়ে উঠবে বলি?
চরমান..